
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭৬৫ গ্রাম গাঁজা ও ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মো: শাহাদাত হোসেন
রাজশাহী ব্যুরো
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম ও পবা থানা পুলিশ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো: সেলিম রেজা (৪০) ও মুনসুর রহমান (৪২)। সেলিম শাহমখদুম থানার বড়বনগ্রাম নামাপাড়া গ্রামের মৃত তামিজ উদ্দিনের ছেলে এবং মুনসুর পবা থানার দাদপুর পশ্চিমপাড়া মৃত সুবাহানের ছেলে। উভয় রাজশাহী মহানগরীর বাসিন্দা।
আরএমপির শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. মসলেম উদ্দিন ও তার টিম শাহমখদুম থানাধীন বেলুন চত্বর মোড়ে বড়বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপর আসামি বাবু (পিতা-সাদেক ফকির), বড়বনগ্রাম নামাপাড়া, কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত সেলিমের দেহ তল্লাশি করে ৫ পুরিয়ায় মোট ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া সেলিমের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক আসামি বাবুর বসত বাড়িতে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে পলিব্যাগে রাখা ৭৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আরএমপির পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্বাবধানে এসআই মো: রাজিবুল করিম ও তার টিম পবা থানার নওহাটা সাহপাড়া মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার দাদপুর গ্রামে মুনসুরের বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করাকালে মুনসুরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।