
রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে হাটে ঢুকে পড়ল বালুর ট্রাক: ৪ জন নিহত।
মো: শাহাদাত হোসেন
রাজশাহী ব্যুরো
রাজশাহীর পুঠিয়া উপজেলায় আজ সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া কলার হাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ট্রাক হাটের ভেতরে ঢুকে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে রাজশাহী থেকে নাটোরগামী একটি বালুবোঝাই ট্রাক ঝলমলিয়া বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি দ্রুতগতিতে রাস্তার পাশে চলমান কলার হাটের ভেতরে ঢুকে পড়ে এবং উল্টে যায়। এ সময় হাটে থাকা কয়েকজন ব্যবসায়ী ও পথচারী ট্রাকের নিচে চাপা পড়েন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, ঘটনাস্থলেই চারজন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন— নাটোর সদরের কাফুরিয়া গ্রামের সিয়াম (১৫), পাইকপাড়া গ্রামের মুনকের প্রামানিক (৩৫), বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সেন্টু (৪০) এবং চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের ইসলাম উদ্দিন (৬০)। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুঠিয়া ও নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ট্রাকটি বালুভর্তি থাকায় এবং ভারী হওয়ার কারণে মরদেহগুলো উদ্ধার করতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়। পরে ক্রেনের সাহায্যে ট্রাকটি সরিয়ে চাপা পড়া ব্যক্তিদের বের করা হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং মরদেহগুলো ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এই ঘটনার পর ঝলমলিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ীরা মহাসড়কে দ্রুতগামী যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।