
বড়াইগ্রামের জোনাইল বাজারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জোনাইল ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা নির্বাচন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী, সদস্য সচিব সামসুল আলম রনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, যুগ্ম আহ্বায়ক রাসিদুল ইসলাম, জোনাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাসিদুল ইসলাম রাসেলসহ ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আয়োজনে প্রায় সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতি অনুষ্ঠানটিকে অর্থবহ করে তোলে।
বক্তারা তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের মানুষের জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, সংকটময় সময়ে তাঁর নেতৃত্ব দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে দেশনেত্রীর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়।