
পাবনায় অস্ত্র কারবারে লাগাম, ডিবির হাতে গ্রেপ্তার ৪
নিজস্বপ্রতিনিধি :- মো. গোলাম মোস্তফা |পাবনায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপার পাবনা মোহাম্মদ আনোয়ার জাহিদের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মশিউর রহমান মণ্ডল (অর্থ ও প্রশাসন) ও মোহাম্মদ রেজিনুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস)–এর তত্ত্বাবধানে ডিবির ওসি মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে গত ৩১ ডিসেম্বর এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পাবনা সদর উপজেলার মনসুরাবাদ এলাকা থেকে একটি বিদেশি ৭.৬৫ ক্যালিবার পিস্তল, দুটি .২২ বোর রিভলবার ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া দক্ষিণ রাঘবপুর এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পৃথক আরেক অভিযানে পূর্ব শালগাড়িয়া এলাকা থেকে তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ মিজানুর রহমান মামুন ওরফে বাঙ্গাল মামুন (৪৭), মোহাম্মদ আরিফ হোসেন (২৫), মোহাম্মদ ফিরোজ হোসেন (৩৫) ও মোহাম্মদ রিপন (৩৫)।
ডিবি জানায়, অভিযানে অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিকজার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা করা হয়েছে।