
নাটোর নার্সিং ইনস্টিটিউটে শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ, দ্রুত প্রিন্সিপাল নিয়োগের আশ্বাস
মোঃ সুজন মাহমুদ ভ্রাম্যমাণ প্রতিনিধি
নাটোরে দীর্ঘদিন ধরে অচল থাকা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দ্রুত সময়ের মধ্যেই প্রিন্সিপাল নিয়োগসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নাটোর শহরের কান্দিভিটা এলাকায় অবস্থিত নার্সিং ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জানান, নাটোর নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন নার্সিং কোর্স চালুর জন্য ইতোমধ্যে অনুমোদন রয়েছে। বর্তমানে সেখানে অবকাঠামোগত ও প্রশাসনিক প্রস্তুতির ঘাটতির কারণে শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে এসব সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু করা হবে। পাশাপাশি ইনস্টিটিউটে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ইন নার্সিং কোর্স চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুমোদন গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
সচিব সাইদুর রহমান বলেন,
“নার্সিং শিক্ষার মান উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরির জন্য নাটোর নার্সিং ইনস্টিটিউটকে কার্যকর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দ্রুত প্রিন্সিপাল নিয়োগসহ শিক্ষক ও প্রয়োজনীয় জনবল পদায়নের ব্যবস্থা নেওয়া হবে। ইনস্টিটিউট চালু হলে নাটোরসহ আশপাশের জেলার শিক্ষার্থীরা উপকৃত হবে।”
নার্সিং ইনস্টিটিউট পরিদর্শনের আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব নাটোরের ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের সার্বিক পরিস্থিতি, রোগীদের সেবার মান, চিকিৎসক ও জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শন শেষে সচিব বলেন, নাটোর সদর হাসপাতালে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ করা হবে। নতুন কিডনি ডায়ালাইসিস মেশিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসক সংকট, নার্স ও অন্যান্য জনবলের ঘাটতি এবং আইসিইউ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আশ্বাস দেন, পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধান করে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আরও বলেন, সরকার সারাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করছে। জেলা পর্যায়ের হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও জনবল নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নাটোর নার্সিং ইনস্টিটিউট ও সদর হাসপাতালকে আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের মাধ্যমে সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাসপাতালের পরিচালক, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।