
দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি:
নাটোর-৪ আসনের আওতাধীন বড়াইগ্রাম থানামোড়ে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বড়াইগ্রাম উপজেলা শাখা, নাটোর।
কর্মশালায় ছাত্রদলের নেতাকর্মীরা দেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা, গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয়তাবাদী আদর্শ এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা বলেন, একটি শক্তিশালী ও উন্নত বাংলাদেশ গড়তে সচেতন, দেশপ্রেমিক ও সংগঠিত ছাত্রসমাজের বিকল্প নেই।
এ সময় বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় দেশ ও জনগণের স্বার্থে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।
“ছাত্রদল সদা সর্বদা প্রস্তুত আছে—ইনশাআল্লাহ” এই প্রত্যয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত কর্মশালা উনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য প্রফেসর আসরাফ এবং নাটোর জেলা ছাত্র দলের সভাপতি মোঃ খাইরুল ইসলাম।
বড়াইগ্রাম উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল।
উপজেলা ছাত্র দলের কানন,মোস্তায়েদুল হক বুলু,মোঃ হাফিজ,
এবং আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দ।
কর্মশালায় বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।