
ডেভিলহান্ট ফেইজ–২ অভিযানে ছিনতাইকারীসহ তিনজন গ্রেপ্তার, আদালতে প্রেরণ
আশিকুর রহমান : গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পশ্চিম থানার আওতাধীন এলাকায় চলমান ডেভিলহান্ট ফেইজ–২ অভিযানে একজন অস্ত্রসহ ছিনতাইকারী, একজন সাজাপ্রাপ্ত আসামি ও একজন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ০১ জন অস্ত্রসহ সক্রিয় ছিনতাইকারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া পৃথক অভিযানে ০১ জন সাজাপ্রাপ্ত আসামি এবং ০১ জন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগের সক্রিয় সদস্য দেলোয়ার হোসেন ঢালীসহ টঙ্গী পশ্চিম থানার একাধিক মামলার আসামি রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডেভিলহান্ট ফেইজ–২ অভিযান চলমান রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং অপরাধ নির্মূলে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।